হোমAccidentমর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের মান্তাদাড়ি গেটবাজার এলাকায় Accident Belakoba Getbazar News মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের মান্তাদাড়ি গেটবাজার এলাকায় সর্বশেষ আপডেট:শুক্রবার, নভেম্বর ১৯, ২০২১ রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গেটবাজার সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গ্রামবাসীদের সূত্র অনুসারে, বিকেল ৪ টা নাগাদ এক বাইক আরোহী গেটবাজার হইতে বেলাকোবা যাওয়ার সড়কে। মান্তাদাড়ি সংলগ্ন এলাকায় পিকআপভ্যানকে পাশ কাটাতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে ওই যুবকের মৃত্যু হয়েছে। ততক্ষনাত ঘটনাস্থলে গ্রামবাসীরা দেখেন বাইক আরোহীর অবস্থা আশঙ্কা জনক। ঘটনার কিছুক্ষনের মধ্যেই মিলনপল্লি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বাইক চালক'কে উদ্ভার করে নিয়ে যায়। মিলনপল্লি ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম পরিমল রায়। তাঁর বাড়ি পাতকাটা অঞ্চলের চেচাপাড়ায়। গ্রাম বাসীরা এবং স্থানীয় পঞ্চায়েত জানান গ্রামের রাস্তা দিয়ে বড় বড় গাড়ি চলাচলের কারণেই এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। এরকম দুর্ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। এরকম দুর্ঘটনা কমানো সম্ভব যদি কিনা এই সড়কের চওড়া বাড়ানো হয়। রাস্তা দিয়ে একটি ৬ চাকার গাড়ি গেলেই থাকে না কোনো সাইড দেওয়ার জায়গা। এ নিয়ে আগেও প্রশাসনকে জানালেও কাজ হয়নি আজও।