হোমরাজ্যপ্রেমের প্রস্তাব অন্য জবাবে দশম শ্রেণীর ছাত্রীর গলা কেটে খুন রাজ্য Alipurduar Crime Falakata News প্রেমের প্রস্তাব অন্য জবাবে দশম শ্রেণীর ছাত্রীর গলা কেটে খুন সর্বশেষ আপডেট:বৃহস্পতিবার, নভেম্বর ২৫, ২০২১ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণীর এক ছাত্রীর গলা কেটে খুন করল যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটার খলিসামারি এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ছাত্রীর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। স্থানীয়রা জানান, বুধবার সকালে স্কুল যাচ্ছিলেন খলিসামারি এলাকার বাসিন্দা অঙ্কিতা শীল। আচমকা তাঁর পথ আটকায় স্বপন নামের ওই যুবক। গামছা দিয়ে অঙ্কিতার মুখ চেপে ধরে সে। এর পর রাস্তায় ফেলে ধারাল দা দিয়ে এলোপাথারি কোপ মারতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অঙ্কিতার। স্থানীয় বাসিন্দারা এসে স্বপনকে ধরে ফেলে। খবর যায় ফালাকাটা থানায়। পুলিশ এসে স্বপনকে গ্রেফতার করে নিয়ে যায়। অঙ্কিতার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে খলিসামারিতে।