হোমরাজ্যমর্মান্তিক পথ দুর্ঘটনায়, মৃত্যু ১৮ শ্মশানযাত্রীর রাজ্য Accident Amit Shah Breaking News Mamata Banerjee Nadia News মর্মান্তিক পথ দুর্ঘটনায়, মৃত্যু ১৮ শ্মশানযাত্রীর সর্বশেষ আপডেট:রবিবার, নভেম্বর ২৮, ২০২১ মর্মান্তিক পথ দুর্ঘটনায় একসাথে ১৮ জনের মৃত্যু হলো নদিয়ায়। আহত হয়েছেন বেশ কয়েকজন। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাত দেড়টা নাগাদ নদীয়ার হাঁসখালি-কৃষ্ণনগর সড়কের ওপর ফুলবাড়ির কাছে এই দুর্ঘটনা ঘটে। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই লরিতে ধাক্কা মারে একটি শববাহী গাড়ি। তৎক্ষণাৎ নিকটবর্তী শান্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। সেখানে ১৮ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের চিকিৎসা চলছে।জানা গেছে, উত্তর ২৪ পরগণার বাগদার পারমদনপুর এলাকার এক বৃদ্ধার মৃতদেহ সৎকার করতে নবদ্বীপ যাচ্ছিলেন তাঁর আত্মীয়-স্বজনরা। তখনই দুর্ঘটনাটি ঘটে। শববাহী গাড়িতে প্রায় ৪০ জন ছিল বলে জানা গেছে। আহত এক যাত্রী জানিয়েছেন খারাপ রাস্তা এবং কুয়াশার কারণে সামনে দাঁড়িয়ে থাকা লরি দেখতে পাননি তাঁদের গাড়ির চালক। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কার্য শুরু করেন। এরপর পুলিশ আসে। ঘটনার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের নিয়ে সমবেদনা জানিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় করা টুইটে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় ঘটে যাওয়া পথ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বর ওঁদের এই কঠিন পরিস্থিতিতে সহায় হোন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় ঘটে যাওয়া পথ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বর ওনাদের এই কঠিন পরিস্থিতিতে সহায় হোন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।— Amit Shah (@AmitShah) November 28, 2021 ওদিকে মমতা লেখেন, ‘নদিয়ার পথদুর্ঘনার খবরে আমি মর্মাহত। মৃতদের পরিবারকে গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ঈশ্বর তাঁদের এই শোক সহ্য করার ক্ষমতা দিন। Heartbroken to hear about the road accident in Nadia.I offer my deepest condolences to the bereaved families and pray for the speedy recovery of those who were injured.May God give them the strength to get past this difficult time. (1/2)— Mamata Banerjee (@MamataOfficial) November 28, 2021