হোমক্লাবের নতুন ভবনের শিলান্যাসের দিনে, ১ অসহায় যুবককে ট্রাইসাইকেল দান ক্লাবের নতুন ভবনের শিলান্যাসের দিনে, ১ অসহায় যুবককে ট্রাইসাইকেল দান সর্বশেষ আপডেট:শুক্রবার, নভেম্বর ১৯, ২০২১ রাজগঞ্জ, ১৯ নভেম্বর: ক্লাবের নতুন ভবন নির্মাণের শিলান্যাসের দিনে এক অসহায় যুবককে ট্রাইসাইকেল দিয়ে সাহায্য করল রাজগঞ্জের আমবাড়ি শক্তিসোপান ক্লাব । শুক্রবার রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের হাত দিয়ে ওই যুবককে ট্রাইসাইকেল দেওয়া হয় । ক্লাব সূত্রে জানা গিয়েছে, আমবাড়ির এক যুবক পিন্টু টিকাদার প্রায় দেড় বছর আগে দুর্ঘটনার কবলে পড়েন । চিকিৎসা করালেও তার একটি পা কেটে বাদ দিতে হয় । এদিন আমবাড়ি শক্তিসোপান সমাজসেবা সংস্থার নতুন ভবনের নির্মাণের দিনে ওই যুবককে ট্রাইসাইকেল দেওয়া হয় । বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শশীচন্দ্র বর্মন, উপপ্রধান তুষারকান্তি দত্ত ও ক্লাবের সদস্যরা ।