হোমAccidentবচপন কা প্যার' সহদেব ডিরডোর অ্যাকসিডেন্ট, ট্যুইট করলেন বাদশাও! Accident Entertainment News বচপন কা প্যার' সহদেব ডিরডোর অ্যাকসিডেন্ট, ট্যুইট করলেন বাদশাও! সর্বশেষ আপডেট:বৃহস্পতিবার, ডিসেম্বর ৩০, ২০২১ জানা গিয়েছে নিজের গ্রামেই বাইক দুর্ঘটনায় আহত 'বচপন কা পেয়ার' গানে ভাইরাল খ্যাত সহদেব দিরদো। মঙ্গলবার নিজের গ্রামেই বাইক দুর্ঘটনার সম্মুখীন হয় ১০ বছর বয়সী ছত্তিশগড়ের এই ইন্টারনেট স্টার। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে পাঠানো হয়েছে জগদলপুরের মেডিক্যাল কলেজে। উল্লেখ্য, মঙ্গলবার বাবার সঙ্গে যাচ্ছিল সহদেব। রাস্তাতেই ঘটে দুর্ঘটনা। বাইক দুর্ঘটনায় মাথায় আঘাত লাগে সহদেবের। তবে বাদশা সহদেবের দুর্ঘটনার কথা জেনেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। সহদেবের চিকিৎসায় সবরকমের সাহায্য করবেন তিনি। টুইট করে বাদশা জানিয়েছেন, অজ্ঞান অবস্থাতেই সহদেবকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আছেন সহদেবের পাশে, সবাইকে সহদেবের জন্য প্রার্থনা করতে অনুরোধ করেছেন বাদশা।