হোমBelakobaউত্তরকন্যা অভিযানে শহীদ বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুবার্ষিকী পালন করলেন দল Belakoba BJP News Rajganj উত্তরকন্যা অভিযানে শহীদ বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুবার্ষিকী পালন করলেন দল সর্বশেষ আপডেট:মঙ্গলবার, ডিসেম্বর ০৭, ২০২১ এদিন উত্তরকন্যা অভিযানে রাজগঞ্জের শহীদ বিজেপি কর্মী উলেন রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। মঙ্গলবার বিজেপি নেতৃত্বদের উপস্থিতে শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। গতবছর ৭ ডিসেম্বর উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিলেন বিজেপি। সেদিন উত্তরকন্যা অভিযানে যাওয়ার পথে শহীদ হতে হয় বিজেপি কর্মী উলেন রায়কে।বিজেপির রাজ্য সহ সভাপতি দীপেন প্রামাণিক বলেন, উলেনদার আত্মবলিদান আমরা ভুলিনি এবং ভুলব না। তার পরিবারের পাশে আমরা ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আগামী বছরের মধ্যে স্থায়ী শহীদ বেদী তৈরি করে তার শহীদ দিবস পালন করা হবে। এদিন উলেন রায়ের স্ত্রী মালতি রায় অভিযোগ করেন বিজেপি নেতৃত্ব কথা রাখেনি। তাঁর কথায়, “এককালীন কিছু নগদ টাকা দিয়ে আমাদের সাহায্য করেছিল এই কথা ঠিক। কিন্তু তারা তখন বলেছিল আমাদের মাসে মাসে আর্থিক সাহায্য করবে। কিন্তু তা করা হয়নি। ফলে বাড়ির একমাত্র উপার্যনের লোকের মৃত্যু হওয়ার পর থেকে বাচ্চা ও পরিবারের অন্যান্যদের নিয়ে সংসার চালাতে গিয়ে আমি হিমশিম খাচ্ছি”। আমি পার্টির কাছে কিছুই চাই নী, আমার দুই ছেলে মেয়ে এর জীবন ভবিষ্যতের জন্য কিছু একটা করে দেয়ার আশা রাখছি। এদিন উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি দীপেন প্রামাণিক, বিজেপির জলপাইগুড়ি জেলার সভাপতি বাপি গোস্বামী সহ সংগঠনের জেলা ও ব্লক কমিটির সদস্যরা।