হোম#1176HareKrishnaTrend#1176HareKrishnaTrend কি এই নতুন হরে কৃষ্ণ ট্রেন্ড? #1176HareKrishnaTrend ভাইরাল Facebook News Viral #1176HareKrishnaTrend কি এই নতুন হরে কৃষ্ণ ট্রেন্ড? সর্বশেষ আপডেট:মঙ্গলবার, জানুয়ারী ১১, ২০২২ অনুপম রায়: স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও ফলের আশা করো না। তবে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া #1176HareKrishnaTrend হ্যাশট্যাগ দিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অনেকেই দাবি করতে থাকেন তারা নাকি এই "Hare Krishna" লিখে সুখবরও পেয়েছেন। তবে শুধু হরে কৃষ্ণই নয় তার সঙ্গেই রয়েছে ম্যাজিক নম্বর ১১৭৬। আর সেই থেকেই একজনের সঙ্গে সঙ্গেই আরও অনেকেও এই কৃষ্ণ নাম শেয়ার করতে শুরু করেন। ফেসবুক জুড়ে হামেশাই নতুন নতুন ট্রেন্ড শুরু হয়। এর আগেও আমরা অনেক ট্রেন্ড হতে দেখেছিলাম যেমন, পেঁয়াজের দাম নিয়ে মিমস, বাদাম, বাচপান কা প্যার, আরো কতই কি। তবে এবার কৃষ্ণ নাম একেবারেই আলাদা।তবে আবার নেটিজেনদের মধ্যে একদল অবশ্য একে কুসংস্কার বলে দাবি করছেন। আমরা এই #1176HareKrishnaTrend এর মতই কিছুদিন আগেই দেখেছিলাম যা ছিল #elfofluck ট্রেন্ড, যা কয়েকটি পড়ির ছবি ও সাথে টাকার ও ধনের ছবি দিয়ে ভাইরাল হয়েছিলো। অবশ্য সেই আগের ট্রেন্ডের পোস্টেই লেখা আমরা দেখতাম সেখানে সবাই একই পোস্ট কপি পেস্ট করে নতুবা ডাইরেক্ট শেয়ার করতেন ও পোস্ট গুলিতে বেশিরভাগ লেখা থাকতো শেয়ার করুন ২-৩ দিনের মধ্যেই সুখবর ও ধনী হয়ে উটতে পারেন কিংবা আপনার ভাগ্য খুলে যেতে পারে।ঠিক তেমনই এবারের ট্রেন্ড। #1176HareKrishnaTrend তবে অনেকের মতে শেয়ার করতে ক্ষতি কোথায়। তরুণ প্রজন্মরাও এই কৃষ্ণ নাম শেয়ার করছেন। অনেকে আবার ট্রেন্ডে গা ভাসিয়ে কারণ না জেনেই শেয়ার করে দিচ্ছেন কোনও ভালো ফলের আশায়। তবে গীতা এবং মহাভারতেই ভগবান শ্রী কৃষ্ণের বাণীর উল্লেখ আছে। ভগবান শ্রী কৃষ্ণ বলেছিলেন, আমাদের যে কোনও ইচ্ছাপূরণ আমাদের কর্মের দ্বারাই সম্ভব হয়।কেউ কেউ আবার এইও দাবি করেন এই ১১৭৬ নম্বরের পিছনে রয়েছে আলাদা মাহাত্ম্য। অ্যাঞ্জেল নম্বর ১১৭৬ ইঙ্গিত করে জীবনের সত্যকে। আপনার জীবনে কিছু উপহার রয়েছে যা আপনাকে সফলতার স্বাদ দেবে। এছাড়াও যথেষ্ট ভাল হবে যদি আপনি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার ক্ষমতা ব্যবহার করতে পারেন। আপনি যদি একটি সুখী জীবনযাপন করতে চান তবে আপনাকে অবশ্যই নিজের শক্তির উপর মনোনিবেশ করতে হবে। সমানভাবে, এই নম্বর এতটাই ভাগ্যবান যে আপনার জীবন পরিবর্তন করার ক্ষমতা আছে।