হোমBelakobaBelakoba: মুখে মাস্ক না থাকলেই ধরে করোনা টেস্ট করছেন পুলিশ! শিকারপুর হাটে Belakoba Corona Covid 19 News Omicron Rajganj Belakoba: মুখে মাস্ক না থাকলেই ধরে করোনা টেস্ট করছেন পুলিশ! শিকারপুর হাটে সর্বশেষ আপডেট:শনিবার, জানুয়ারী ০৮, ২০২২ এদিন শনিবার রাজগঞ্জ ব্লকের নানান ভির এলাকা এবং রাজগঞ্জ বাজার ও শিকারপুর হাটে অভিযান চালান পুলিশ। শিকারপুর হাটে কয়েকদিন আগে থেকেই পুলিশ মাইকিং এর মাধ্যমে সবাইকে সচেতন ও মাস্ক পড়ার নির্দেশ দিয়ে আসছেন তবে এরই মধ্যে ৬০ শতাংশ মানুষ মানছেন না বিধি নিষেধ তাই এদিন শনিবার শিকারপুর হাটে মাস্ক না পড়ায় ও করোনা বিধি লঙ্ঘনকারীদের ধরপাকড় করে অভিযানে নামে পুলিশ এবং মাস্ক ছাড়া মানুষের সঙ্গে ধরে ধরে করায় করোনা টেস্ট।উল্লেখ্য কয়েকদিন আগে থেকেই বেলাকোবা পুলিশ ফাঁড়ির থেকে নানান ভাবে শিকারপুর হাটে মানুষকে সচেতন ও মাস্ক পড়ার নির্দেশ দিলেও, মানুষ এখনও ঠিক মতো হচ্ছে না সচেতন। কেউ কেউ বলছেন মাস্ক পড়লে শ্বাসকষ্টের অসুবিধা হয় তাই মাস্ক পড়ি না। কেই আবার এইও বলেন ভেক্সিন দিয়ে দিয়েছি তাই আর মাস্ক পড়ি না। সেই কথা ভেবে এদিন মাস্ক না পড়া ও করোনা বিধি-নিষেধ না মানা মানুষদের হাতের কাছে ধরা মাত্রই করে করোনা টেস্ট। পুলিশকে এই উদ্যোগ দেখার পর কিছুক্ষনের মধ্যেই শিকারপুর হাটের প্রায় সকল মানুষের মুখেই দেখা গিয়েছে মাস্ক।তবে করোনা'কে হারিয়ে জয় করা কি শুধু পুলিশেরই কাজ? আসলে মানুষ পুলিশের সামনে আসলেই পড়ছেন মাস্ক, আর পুলিশ চলে গেলেই মাস্ক আবার পকেটে নয়তো মুখের নিচে। এদিকে রাজ্যে দিনের পর দিনে বেড়েই যাচ্ছে করোনা পজিটিভ এর সংখ্যা তাই, করোনাকে হারানো বা মাস্ক পড়ানো শুধু পুলিশের কাজ নয়, তার দায়িত্ব আমাদের সবার। আর নয় করোনাকে নিয়ে গাফিলতি। আসুন না আমরা নিজেরাই সচেতন হই, আপনি সুস্থ থাকুন এবং আপনার পাশের মানুষের কথা ভেবে করোনার বিরুদ্ধে লড়াই করুন। ঠিক যেমন করোনার দ্বিতীয় ঢেও কে হারিয়ে আমরা জয় হয়েছি ঠিক সেরকম ভাবেই সবাই সচেতন থাকুন। এবং সুস্থ থাকুন। বেলাকোবা থেকে অনুপম রায় এর রিপোর্ট নিউজ ডি. এম.