হোমBelakobaBelakoba: সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বেলাকোবা বন্দ বেলাকোবা বাজার Belakoba News Rajganj Belakoba: সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বেলাকোবা বন্দ বেলাকোবা বাজার সর্বশেষ আপডেট:বৃহস্পতিবার, জানুয়ারী ১৩, ২০২২ সপ্তাহের বৃহস্পতিবার বন্দ থাকবে বেলাকোবা বাজার এলকা সহ বেলাকোবার লোকাল জায়গাগুলি। এদিন রাজগঞ্জ ব্লকের বেলাকোবা শিকারপুর দেবী চৌধুরানী সভা কক্ষে বেলাকোবা ব্যাবসায়ী সমিতি ও প্রশাসনের বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজগঞ্জ জয়েন্ট বি. ডি. ও. জয়ন্ত দত্ত এবং বেলাকোবা পুলিশ ফাঁড়ির ও.সি বুদ্ধদেব ঘোষ, বেলাকোবা ব্যাবসায়ি সমিতির সভাপতি পার্থ প্রতিম পাল জানান, করোনা মহামারী দিনের পর দিন বেড়েই যাচ্ছে তাই এই করোনা কে রোধ করতে এদিন প্রশাসন ও ব্যাবসায়ী সমিতির বৈঠক হয়,সেই বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি সপ্তাহের বৃহস্পতিবার সারাদিন মেডিসিন দোকান ছাড়া বন্দ থাকবে বেলাকোবা বাজার সহ বেলাকোবার লোকাল জায়গাগুলির দোকান পাঠ ও কেনো বেচা। এই সিন্ধন্ত যারা অমান্য করবে তাদের উদ্দেশ্যে কড়া পদক্ষেপ নিবে প্রশাসন। ভবিষ্যতে পরিস্থিতি সামাল দেওয়া না গেলে আরো বন্দের দিনক্ষণ বাড়ানো হবে বলে জানিয়েছেন। এবং রাজগঞ্জ ব্লকের শিকারপুর হাট চলবে বিকেল ২ টা প্রযন্ত।