হোমGuwahati ExpressMaynaguri Rail Accident: জলপাইগুড়ির দমনী তে লাইনচ্যুত ভয়াবহ রেল দুর্ঘটনা Guwahati Express Maynaguri Maynaguri Rail Accident News Rail Accident In Maynaguri Maynaguri Rail Accident: জলপাইগুড়ির দমনী তে লাইনচ্যুত ভয়াবহ রেল দুর্ঘটনা সর্বশেষ আপডেট:বৃহস্পতিবার, জানুয়ারী ১৩, ২০২২ জলপাইগুড়ির দমনি এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। আর তাতে বহু মানুষের আহত। জানাগিয়েছে জলপাইগুড়ির দমনী এলাকার কাছে বিকানীর এক্সপ্রেস লাইনচ্যুত হয়। সূত্রের খবর বিকেল নাগাদ ঘটেছে এ ই দুর্ঘটনা। ঘটনাস্থলে পৌঁছচ্ছেন আরএম দিলীপ কুমার সি। জানা গিয়েছে, দোহামনিতে গৌহাটি বিকানী এক্সপ্রেস হঠাৎ এমনভাবে ব্রেক কষে যে একটি বগির সঙ্গে অন্য বগির সংঘর্ষ হয়। প্রায় দুটিু বগি লাইনচ্যুত হয়ে যায় বলে খবর। দুর্ঘটনায় আহত হয়েছেন বহু যাত্রী। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি ও ময়নাগুড়ি চত্বর এলাকায়।