হোমCoronaJalpaiguri: তিরিশ জনের মধ্যে তিনজন করোনা পজেটিভ নেতাজিপাড়ার র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা শিবিরে। Corona Covid 19 Covid Test In Jalpaiguri Jalpaiguri Jalpaiguri Corona News Jalpaiguri News News Jalpaiguri: তিরিশ জনের মধ্যে তিনজন করোনা পজেটিভ নেতাজিপাড়ার র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা শিবিরে। সর্বশেষ আপডেট:বুধবার, জানুয়ারী ১২, ২০২২ রাজ্যের সাথে সাথে এবার জলপাইগুড়ি শহরেও রোজ বেড়েই চলছে করোনার সংক্রমণ।করোনা সংক্রমণ রুখতে জেলা প্রশাসন তৎপর রয়েছে।স্বাস্থ্য দফতর, পুলিশ ও পুরসভার উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে প্রতিদিন মাস্ক বিহীনদের ধরে ধরে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করাচ্ছেন ভিড় এলাকা গুলিত। এদিন বুধবার নেতাজিপাড়া বাস স্ট্যান্ড এলাকায় সকাল থেকেই এই কর্মসূচি চলছে।যারা সরকারি নির্দেশ অমান্য করে মাস্ক ছাড়া রাস্তায় বেড়িয়েছেন তাদেরকে অ্যান্টিজেন টেস্ট করানো হচ্ছে। ইতিমধ্যে তিরিশ জনের করোনা টেস্ট করা হয়েছে, যার মধ্যে তিন জন করোনা পজিটিভ হয়েছেন বলে সূত্রের খবর ।