হোমBelakobaবিবেক চেতনা উৎসব ২০২২ পালিত হলো শিকারপুর দেবী চৌধুরানী সভা কক্ষে। Belakoba News Rajganj Swami Vivekananda Birthday Celebration বিবেক চেতনা উৎসব ২০২২ পালিত হলো শিকারপুর দেবী চৌধুরানী সভা কক্ষে। সর্বশেষ আপডেট:বুধবার, জানুয়ারী ১২, ২০২২ অনুপম রায়, বেলাকোবা ১২ জানুয়ারি ২০২২: স্বামী বিবেক আনন্দের ১৫৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজগঞ্জ ব্লকের শিকারপুরে অনুষ্ঠিত হলো বিবেক চেতনা উৎসব ২০২২। এদিন দুপুর ১২:৩০ নাগাদ রাজগঞ্জ ব্লকের বেলাকোবা শিকারপুর দেবী চৌধুরানী সভা কক্ষে পালিত হয় এই অনুষ্ঠান। করোনা মহামারীর কভিড বিধি মেনেই পালিত হয় স্বামী বিবেক আনন্দের ১৫৯ তম জন্মবার্ষিকী উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজগঞ্জ বিধায়ক তথা গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাপতি উত্তরা বর্মন, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্নিমা রায়, ডিপিএসসির চেয়ারম্যান লক্ষমোহন রায় সহ বেলাকোবা পুলিশ ফাড়ির ওসি বুদ্ধদেব ঘোষ।